রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

যৌতুক না পেয়ে গৃহবধূকে বেধড়ক পেটালেন স্বামী

জেলা প্রতিনিধি, নেত্রকোনা 
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৫, ০৫:৩৫ পিএম

শেয়ার করুন:

loading/img

নেত্রকোনার মোহনগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে মৌ (২৫) নামে এক গৃহবধূকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্বামী সাজমুল হোসাইনের বিরুদ্ধে। পরে স্থানীয়রা উদ্ধার করে ওই গৃহবধূকে হাসপাতালে ভর্তি করেছেন।

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। এতে গৃহবধূর স্বামী, দেবর, ননদ ও শ্বশুর-শাশুড়িসহ ছয়জনকে আসামি করা হয়েছে।


বিজ্ঞাপন


শুক্রবার (২৮ মার্চ) মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় বাহাম গ্রামে এ নির্যাতনের ঘটনা ঘটে।

অভিযুক্ত সাজমুল হোসাইন (৩৫) মোহনগঞ্জ উপজেলার বাহাম গ্রামের নুরনবীর ছেলে।

ভুক্তভোগী মৌ সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার চৌকিয়াচাপুর গ্রামের জগলু মিয়ার মেয়ে। সাজমুল ও মৌ দম্পতির তিন মাস বয়সী একটি ছেলে রয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার যৌতুকের জন্য চাপ দিলে, তা দিতে অস্বীকৃতি জানান মৌ। তখন তাকে এলোপাতাড়ি পেটানো শুরু করেন সাজমুল। মারধরে অংশ নেয় দেবর, ননদ, শ্বশুর, শাশুড়িসহ পরিবারের সবাই। ওই সময় পিটিয়ে তাকে আহত করা হয়। মৌয়ের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


বিজ্ঞাপন


 মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, অভিযোগ তদন্ত করার জন্য একজন কর্মকর্তাতে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত করে ঘটনার সত্যতা পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub