রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

মহাস্থানগড় জাদুঘরের নিরাপত্তাকর্মীকে মারধরের অভিযোগ 

জেলা প্রতিনিধি, বগুড়া 
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৫, ০৫:৫৯ পিএম

শেয়ার করুন:

loading/img

গেট খুলে দিতে দেরি হওয়ায় মহাস্থানগড় জাদুঘরের নিরাপত্তাকর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের বিরুদ্ধে।

বুধবার (২৬ মার্চ) এ ঘটনায় মামলা হয়েছে।


বিজ্ঞাপন


গত ২৫ মার্চ বিকেল ৫টার পর মহাস্থানগড় এলাকায় জাহাজঘাটা প্রত্নস্থলে এ ঘটনা ঘটে। এ মারধর করার ঘটনায় মহাস্থানগড় প্রত্নতাত্ত্বিক জাদুঘরের কাস্টোডিয়ান রাজিয়া সুলতানা ২৬ মার্চ শিবগঞ্জ থানায় সাধারণ ডাইরি (জিডি) করেছেন।

তিনি জানান, রমজান মাস উপলক্ষে মহাস্থানগড় জাদুঘর ও প্রত্নস্থল খোলা রাখার সময় সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ২৫ মার্চ বিকেল ৫টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পরিচয়ে ২৫ থেকে ৩০ জন ব্যক্তি প্রত্নস্থল জাহাজঘাটার ফুল ফটকে আসেন। 

তাদের একজন আমাকে ফোন করে জাহাজঘাটায় প্রবেশের অনুমতি চান। মহাস্থানগড় জাদুঘর থেকে জাহাজঘাটা কিছুটা দূরে হওয়ায় চাবি নিয়ে যেতে ৫ মিনিট দেরি হয়। গেট খুলে দেওয়ায় কিছুটা দেরি হওয়ায় তারা ভেতরে প্রবেশ করে নিরাপত্তাকর্মী বাপ্পী মিয়াকে এলোপাতাড়ি মারধর করে। তারা চলে যাওয়ার সময় মোবাইল ফোনে জাদুঘরের কাস্টোডিয়ানসহ অন্যান্য কর্মকর্তা- কর্মচারীদেরকে চাকরিচ্যুত করার হুমকি দেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা সংগঠক মৃদুল হোসাইন খন্দকার বলেন, ২৫ মার্চ ঢাকা থেকে এনসিপির কিছু নেতা-কর্মী মহাস্থানগড়ে বেড়াতে এসেছিলেন বলে শুনেছি। তবে সেখানে কাউকে মারধর করা হয়েছে বলে আমার জানা নেই।


বিজ্ঞাপন


শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, মহাস্থান জাদুঘরের কাস্টোডিয়ান এ বিষয়ে থানায় জিডি করেছেন। আমরা তদন্ত করে দেখছি যে কারা ঘটনাটি ঘটিয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর