রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

শেরপুরে ট্রাকচাপায় আহত মুসলিম উদ্দিন মারা গেছেন

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ২২ মার্চ ২০২৫, ০৩:০৪ পিএম

শেয়ার করুন:

loading/img

শেরপুরে এক্সকেভেটর বহনকারী মাহিন্দ্র ট্রাকের চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের এক যাত্রী নিহত ও আরও ৬ জন আহত হয়।

শুক্রবার (২১ মার্চ) রাতে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের বটতলী এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত মুসলিম উদ্দিন (২৩) ঝিনাইগাতী উপজেলার তেতুলতলা গ্রামের সহিজ উদ্দিনের ছেলে।


বিজ্ঞাপন


শনিবার (২২ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলম।

আরও পড়ুন

শেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত ৬

আহতরা হচ্ছেন ঝিনাইগাতী উপজেলার হলদিগ্রাম এলাকার ইজিবাইক চালক মো. আলাউদ্দিন, শেরপুর শহরের পশ্চিম শেরীপাড়া এলাকার জহুরুল হকের ছেলে আমিনুল ইসলাম, শ্রীবরদী উপজেলার খড়িয়াকাজিরচর ইউনিয়নের লংগরপাড়া গ্রামের ফজল মিয়ার ছেলে সুলতান মিয়া, সুলতান মিয়ার স্ত্রী মনিকা বেগম ও শিশু সন্তান মাহিম এবং একই উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের কুরুয়া এলাকার মুসলিম উদ্দিনের ছেলে মঞ্জিল মিয়া।

আরও পড়ুন

ঘুম থেকে ডেকে তোলায় বাবাকে কুপিয়ে হত্যা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে ঝিনাইগাতীগামী এক্সকেভেটর বহনকারী লো-বেড মাহিন্দ্র ট্রাকটি একটি বাসকে সাইড দেয়ার সময় শেরপুরগামী যাত্রীবাহী ইজিবাইককে চাপা দেয়। এতে গুরুতর আহত হন ইজিবাইক চালক অন্য যাত্রীরা। পরে এলাকাবাসী চিৎকার শুনে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে যাত্রী মুসলিম উদ্দিন ও ইজিবাইক চালক আলাউদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে সেখানে নিয়ে যাওয়ার পথে মুসলিম উদ্দিন মারা যান। বাকিরা শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলম শনিবার দুপুরে বলেন, ঘটনার পরপরই ট্রাক ও ইজিবাইক জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে ট্রাকচালক ঘটনার পরপরই কৌশলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। আইনি পদক্ষেপ চলমান রয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub