শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

ডি ব্রুইনার ম্যানসিটি ছাড়ার কারণ জানালেন গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৫, ০৫:৫২ পিএম

শেয়ার করুন:

loading/img

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম আবেগঘন এক পোস্টে কেভিন ডি ব্রুইনা ঘোষণা দেন, চলতি মৌসুম শেষেই তিনি বিদায় নিচ্ছেন ম্যানচেস্টার সিটি থেকে। ৩৩ বছর বয়সী বেলজিয়ান তারকা সেখানে লিখেছেন, "আমরা চাই বা না চাই, বিদায় বলার সময় এসে গেছে।" কিন্তু হঠাত করেই কেনো ম্যানসিটি ছাড়ার সিদ্ধান্ত নিলেন তা নিয়ে ভক্ত-সমর্থকদের মাঝে ছিল কৌতূহল। 

ডি ব্রুইনার সিটি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে এবার মুখ খুলেছেন পেপ গার্দিওলা। খুব সোজাভাবে জানিয়ে দিয়েছেন, ক্লাবই নতুন চুক্তির প্রস্তাব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যাতে গ্রীষ্মকালীন দলবদলের বাজারে আরও অর্থ হাতে থাকে দল পুনর্গঠনের জন্য।


বিজ্ঞাপন


গার্দিওলা বলেন, "এই সিদ্ধান্তটা ক্লাবের। আমি, টিক্সি (সিটির স্পোর্টিং ডিরেক্টর) এবং পুরো ক্লাব মিলে এটা নিয়েছি। ডি ব্রুইনাকে এটা বলা আমার জন্য সহজ ছিল না।"

ডি ব্রুইনার চুক্তি নিয়ে আগে কখনো গার্দিওলা কোনো মন্তব্য করেননি। ফেব্রুয়ারিতে বলেছিলেন, "এটা ডি ব্রুইনা আর ক্লাবের বিষয়।" কিন্তু এবার তিনি জানালেন, সিদ্ধান্তটা বেলজিয়ান মিডফিল্ডারের হাতে ছিল না।

এদিকে সিটির এমন সিদ্ধান্তের পেছনে অবশ্য একটি বড় কারণ রয়েছে, তা হলো চোট। গত দেড় বছরে বারবার ইনজুরিতে পড়েছেন ডি ব্রুইনা। গার্দিওলা বলছিলেন, "ওর শরীর আর আগের মতো সাড়া দিচ্ছে না। ফুটবলের টানা সূচির সঙ্গে তাল মেলানো কঠিন হয়ে গেছে ওর জন্য। তবে ক্লাবের জন্য সে যা দিতে পেরেছে, সবই দিয়েছে—মনপ্রাণ দিয়ে। এ নিয়ে কোনো সন্দেহ নেই।"

01jr5798290awqx1bzbn


বিজ্ঞাপন


ম্যানসিটির হয়ে ২০১৫ সাল থেকে খেলা ডি ব্রুইনা ক্লাবটির কিংবদন্তিতে পরিণত হয়েছেন। মাঠে দুর্দান্ত খেলা, মাঝমাঠে দাপট, অসংখ্য ম্যাচজয়ী অ্যাসিস্ট- সবকিছু মিলিয়ে সিটির সোনালি যুগের অন্যতম কারিগর ছিলেন তিনি।

তবে সব গল্পের শেষ যেমন অনিবার্য, তেমনি এই অধ্যায়ও শেষ হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ–এর তথ্য অনুযায়ী, ডি ব্রুইনার সাপ্তাহিক আয় প্রায় ৪ লাখ পাউন্ড। ফলে তার বিদায়ের মাধ্যমে সিটি আগামী মৌসুমে বড় অঙ্কের অর্থ সাশ্রয় করতে পারবে, যেটা নতুন খেলোয়াড় কিনতে বা বেতন দিতে কাজে লাগবে।

এই মুহূর্তে আলোচনায় আছেন বায়ার লেভারকুজেনের তরুণ প্লেমেকার ফ্লোরিয়ান ভির্টজ। তবে তাকে দলে টানতে সিটিকে হারাতে হবে রিয়াল মাদ্রিদের মতো শক্ত প্রতিদ্বন্দ্বীকে। ভির্টজের সম্ভাব্য ট্রান্সফার ফি ১০০ মিলিয়নের বেশি হতে পারে।

সবকিছুর মাঝে, কেভিন ডি ব্রুইনের বিদায় শুধু একটি চুক্তির শেষ নয়, সোনালী এক অধ্যায়ের সমাপ্তি। সিটি ভক্তদের চোখে জল নিয়ে হলেও মেনে নিতে হবে, প্রিয় তারকার এই বিদায়। কোথায় যাবেন ডি ব্রুইনা, সেটা এখনও অজানা। তবে যা নিশ্চিত, সিটির ইতিহাসে তার নাম রয়ে যাবে চিরকাল, এক উজ্জ্বল অধ্যায় হয়ে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন