সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ফেনীতে নানা কর্মসূচি পালিত হয়েছে। এতে আলোচনা সভা, কেক কাটা এবং দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২০ মার্চ) শহরের ট্রাংক রোডস্থ ইসলামিয়া মার্কেটের ৩য় তলায় সদর উপজেলা জাতীয় পার্টির আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।
বিজ্ঞাপন
সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাফর উল্লাহ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজওয়ানুর রহমান সজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি কাজী জাহাঙ্গীর, সহ-সভাপতি জাফর উল্লাহ মহসিন, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, পাচঁগাছিয়া ইউনিয়ন সভাপতি ইব্রাহিম খলিল ভুঁইয়া সাধারণ সম্পাদক আবদুল আল মামুন, বালিগাওঁ সভাপতি আবদুল মন্নান জসিম, শর্শদি ইউনিয়ন সভাপতি কামাল উদ্দিন পাটোয়ারী, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ ধলিয়া ইউনিয়ন সভাপতি মো. শাহআলম মুন্সি, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, লেমুয়া সভাপতি ওসমান গনি, সাধারণ সম্পাদক মো. হাসান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলার বিভিন্ন ইউনিটের নেতারা।
বিজ্ঞাপন
আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পরে কেক কেটে ৯৬তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়।
প্রতিনিধি/এসএস