কুমিল্লা সিটি করপোরেশনে এনএস গ্যালারির টেন্ডারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৯ মার্চ) সকালে কুমিল্লা সিটি করপোরেশনে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে জেলার একটি দল "এনফোর্সমেন্ট" অভিযান পরিচালনা করে।
বিজ্ঞাপন
এ অভিযান পরিচালনা করেন কুমিল্লা দুদকের সহকারী পরিচালক মো. মাসুম আলী।
দুদক সূত্রে জানা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠান এনএস গ্যালারির স্বত্বাধিকারী সাইফুল ইসলাম দুই অর্থবছরে ৩১টি টেন্ডারে প্রায় ২৩১ কোটি টাকার টেন্ডার বরাদ্দ পায়। ওই বরাদ্দের মধ্যে অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে। এ অভিযোগের প্রেক্ষিতে কুমিল্লা সিটি করপোরেশনে অভিযান চালিয়েছে দুদক।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী পরিচালক মো. ছামছুল আলম বলেন, এনএস গ্যালারির মালিক সাইফুল ইসলামের নামে অভিযোগ ছিল। আমাদের কাছে তথ্য চেয়েছে, আমরা তথ্য দিয়েছি দুদককে।
অভিযানের বিষয়ে কুমিল্লা দুদকের সহকারী পরিচালক মো. মাসুম আলী বলেন, কুমিল্লা সিটি করপোরেশনের বিভিন্ন টেন্ডারের অনিয়মের বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ অভিযোগের কারণে আমাদের দুদক হেড অফিসের নির্দেশে কুমিল্লা দুদক অফিস থেকে "এনফোর্সমেন্ট" অভিযান পরিচালনা করছি।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ