বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ঢাকা

মায়ের চিকিৎসার টাকা যোগাতে না পেরে কৃষকের আত্মহত্যা

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৫, ০১:২০ পিএম

শেয়ার করুন:

loading/img

মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে না পেরে মানিকগঞ্জে আনোয়ার হোসেন (৫৫) নামের এক কৃষক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৮ মার্চ) নিজ বাড়ি থেকে মানিকগঞ্জের সাটুরিয়া থানার পুলিশ নিহত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।


বিজ্ঞাপন


আনোয়ার হোসেন সাটুরিয়া উপজেলার রাইল্লা গ্রামের মৃত কিয়াজ উদ্দিনের ছেলে।

আরও পড়ুন

দোয়ারাবাজারে বজ্রপাতে যুবকের মৃত্যু

পুলিশ ও স্থানীয়রা জানান, আনোয়ার হোসেনের মা সেতারা বেগম বেশ কয়েক দিন ধরে ডায়াবেটিস, হার্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত। মায়ের চিকিৎসার জন্য আনোয়ারের জমানো টাকাসহ জমি বিক্রি করেও মাকে সুস্থ করতে না পেরে আত্মী-স্বজনসহ গ্রামের অনেকের কাছে ঋণ করেন। তবুও মা সুস্থ হয় না। মায়ের চিকিৎসার জন্য আরও টাকা প্রয়োজন। সেই টাকা জোগাড় করতে না পেরে নিজ বাড়িতে ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে আনোয়ার আত্মহত্যা করেছেন বলে গ্রামবাসীর ধারণা।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম বলেন, আনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub