শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ঢাকা

গলায় ফাঁস দেওয়া অবস্থায় মা-মেয়ের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৫, ০৮:৩৩ পিএম

শেয়ার করুন:

loading/img

দিনাজপুরের ফুলবাড়ীতে একই রশিতে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার ১ নম্বর এলুয়ারী ইউনিয়নের লিচুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহতরা হলেন - ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের তেলিপাড়া গ্রামের মহরম আলীর স্ত্রী লাকী বেগম (৩৮) ও তার মেয়ে মরিয়ম (৭)।

স্থানীয়রা জানান, লাকী বেগমের সঙ্গে পাশের বাড়ির আজিজুল ইসলামের অনৈতিক সম্পর্ক আছে, এ ধরনের বিষয় নিয়ে আজ তারাবির পর বিচার হওয়ার কথা ছিল। এরই মধ্যে লাকী বেগম ও তার মেয়ে মরিয়মের ফাঁস দেওয়া লাশ পাওয়া যায়।

ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা ফাঁস দেওয়া দু’জনের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে থানায় নিয়ে এসেছি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। প্রাথমিক জিজ্ঞাসার জন্য লাকী বেগমের স্বামী মহরমকে থানায় আনা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন