শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ঢাকা

ঠাকুরগাঁওয়ে ট্রাক ও পাগলুর মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ১২:০৪ এএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁওয়ে ট্রাক ও পাগলুর মুখোমুখি সংঘর্ষে নিহত ২
দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন। ছবি: ঢাকা মেইল

ঠাকুরগাঁওয়ে আলু বোঝাই ট্রাক ও তিন চাকার একটি পাগলুর মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) রাত ৮টার দিকে সদর উপজেলা রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


দুর্ঘটনার বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান।

নিহতরা হলেন- জয়ন্ত রায় (২৯) ও আরফান (২৩)। জয়ন্ত বালিয়াডাঙ্গী উপজেলার চেয়ারম্যানপাড়া এলাকার বাসিন্দা এবং আরফান মধুপুর বালিয়াডাঙ্গীর বাসিন্দা।

আহত ব্যক্তিরা হলেন -মহসিনা বেগম (৪৫), আকলিমা (২২), শিশু আসিয়া জান্নাত (৩) এবং মুরাদ (২৪)। মহসিনা ও আসিয়া লাহেরী গ্রামের বাসিন্দা, আকলিমা পীরগঞ্জের জামাইবাড়ির এবং মুরাদ ঠাকুরগাঁও সদরের মহুবাসীর বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলু বোঝাই ট্রাকটি দ্রুতগতিতে আসছিল। বিপরীত দিক থেকে আসা পাগলুর সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ঘটনাস্থলেই জয়ন্তের মৃত্যু হয় এবং পাগলুতে থাকা বাকি যাত্রীরা গুরুতর আহত হন। আরফানকে গুরুতর আহত অবস্থায় ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


বিজ্ঞাপন


দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান।

ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট মেডিকেল অফিসার (আরএমও) রকিবুল আলম চয়ন বলেন, ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

উন্নত চিকিৎসার জন্য তিনজনকে রংপুরে রেফার্ড করা হয়। তাদের মধ্যে শিশু আসিয়ার অবস্থা গুরুতর।

খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। তবে ট্রাকচালক পলাতক রয়েছেন।

ওসি মো. শহিদুর রহমান বলেন, আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছি। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে গ্রেফতার করার চেষ্টা চলছে।

প্রতিনিধি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর