শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ঢাকা

গাইবান্ধায় শিশুখাদ্যে ভেজাল, ব্যবসায়ীর কারাদণ্ড 

জেলা প্রতিনিধি, গাইবান্ধা 
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৫, ০৮:০৯ পিএম

শেয়ার করুন:

loading/img

মিথ্যা বিজ্ঞাপন দিয়ে গাইবান্ধায় ভেজাল শিশুখাদ্য বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ডসহ এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার (১৮ মার্চ) গাইবান্ধা জেলা প্রশাসনের বিশেষ টাস্কফোর্স কমিটির বাজার মনিটরিং কার্যক্রমের সময় এই শাস্তি প্রদান করা হয়।


বিজ্ঞাপন


গাইবান্ধার নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মেসার্স একরামুল স্টোরের স্বত্বাধিকারী আসাদুল ইসলামকে এই দণ্ড দেওয়া হয়।

এই কার্যক্রমের নেতৃত্ব দেন- গাইবান্ধার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন। 

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাইবান্ধা সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন, জেলা নিরাপদ খাদ্য অফিসার মিলন মিয়া, কৃষি বিপণন অধিদপ্তরের কৃষি বিপণন কর্মকর্তা এমএ আশিক, ক্যাব জেলা সভাপতি কেএম রেজাউল হক প্রমুখ।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর