শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ঢাকা

রংপুরে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার: অভিযুক্ত পলাতক

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৫, ০৭:৫৯ পিএম

শেয়ার করুন:

loading/img

রংপুরের একটি বেসরকারি স্কুলের ষষ্ঠ শ্রেণির এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আলম (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মিঠাপুকুর উপজেলার চিথলী পশ্চিমপাড়ায়। 

মঙ্গলবার (১৮ মার্চ ) দুপুরে স্কুল থেকে ফেরার পথে একই এলাকার আলম ওই শিক্ষার্থীর গলায় ছুরি ধরে জোরপূর্বক পার্শ্ববর্তী একটি ভুট্টাখেতে নিয়ে যায় এবং সেখানে নির্যাতন চালায়। 


বিজ্ঞাপন


অভিযুক্ত আলমের বিরুদ্ধে এর আগেও এরকম ঘটনার অভিযোগ রয়েছে। তবে ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত।

এদিকে ঘটনাটি জানাজানির পর ভুক্তভোগী মেয়েটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার হওয়ায় বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মেয়েটির ছবি বা ভিডিও সরানোর জন্য অনুরোধ জানিয়েছে পরিবার। 

বিষয়টি নিশ্চিত করে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, ঘটনাটি জানার পর ঘটনাস্থল থেকে কিশোরীকে উদ্ধার করে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এরই মধ্যে অভিযুক্তকে গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়েছে। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub