বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ঢাকা

ইফতার শেষে নামাজ পড়তে পারলেন না ইমাম

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৫, ০৭:০২ এএম

শেয়ার করুন:

loading/img

কক্সবাজার শহরের কলাতলীতে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় ইমাম আহমেদ নামের একজন ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় হোটেল ওশান প্যারাডাইজ সামনের প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইফতার পরবর্তী নামাজ পড়তে যাচ্ছিলেন ইমাম আহমেদ। এসময় সড়কে দুর্ঘটনার শিকার হন তিনি৷ 

নিহত ইমাম আহমেদ সিলেট সুনামগঞ্জের বাসিন্দা এবং তিনি দীর্ঘদিন ধরে হোটেল ওশান প্যারাডাইজে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

সড়কের পাশে একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইফতারের পর মাগরিবের নামাজ আদায় করতে যাওয়ার সময় রাস্তা পার হতে গেলে কলাতলী থেকে আসা দু'টি দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় তিনি ছিটকে প্রায় ১০ গজ দূরে গিয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


ওসি ইলিয়াস জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর


News Hub