শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ঢাকা

মঠবাড়িয়ায় অজ্ঞাত গলা কাটা নারীর লাশ উদ্ধার 

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ০৯:১০ এএম

শেয়ার করুন:

loading/img

পিরোজপুরের মঠবাড়িয়ায় পঁচা গলা অজ্ঞাত গলাকাটা এক নারীর লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

মঙ্গলবার (১৮ মার্চ) বি‌কে‌লে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর সোনাখালী গ্রামের মিরাজ মিয়ার পরিত্যক্ত বাড়ির বাগান থে‌কে ওই নারীর লাশ উদ্ধার ক‌রে থানা পু‌লিশ।


বিজ্ঞাপন


মঠবা‌ড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

জানা‌ গে‌ছে, মঙ্গলবার বি‌কে‌লে মিরাজ মিয়া বা‌ড়ির বাগা‌নে স্থানীয়রা গলাকাটা লাশ দেখ‌তে পে‌য়ে পু‌লি‌শে খবর‌ দেয়। পুলিশ পরিদর্শক (তদন্ত) আ. হালিম উপস্থিত হয়ে লাশটি পঁচা-গলা, চেহারা বিকৃত অবস্থায় বাগানে দেখতে পেয়ে  উদ্ধার করে।


বিজ্ঞাপন


মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ২৫/৩০ বয়সী ওই নারীর প্রাথ‌মিকভা‌বে প‌রিচয় নি‌শ্চিত হওয়া যায়‌নি। এ ব্যাপারে একটি অপমৃত‌্যুর মামলা দায়ের করা হয়েছে। বুধবার লাশ ময়নাতদন্ত করার জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন