শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ঢাকা

ঋণের টাকা তুলে না দেওয়ায় স্ত্রীর গলায় ছুরি চালালেন স্বামী

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ০৭:৪৯ এএম

শেয়ার করুন:

loading/img

ঋণের টাকা তুলে না দেওয়ায় স্ত্রীর গলায় ছুরি চালিয়েছেন এক পাষণ্ড স্বামী। আহত অবস্থায় ওই নারীকে নড়াইল সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) সকালের দিকে নড়াইলের সীমান্তবর্তী মাগুরা জেলার গঙ্গারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


জানা যায়, রেহেনা বেগম নামে এক গৃহবধূ তার স্বামীকে সমিতি থেকে ঋণ তুলে দিতে রাজি হচ্ছিলেন না। এতে তার স্বামী ভ্যানচালক মাজহারুল বিশ্বাস ওই গৃহবধূকে গলাকেটে হত্যা চেষ্টা করেন। পরে ওই নারীকে তার স্বজনরা চিকিৎসা দিতে নড়াইল সদর হাসপাতলে নিয়ে আসেন।

আহতের স্বজনরা জানান, স্থানীয় এক সমিতি থেকে ১ লাখ টাকা ঋণ থাকা সত্ত্বেও রেহেনার স্বামী মাজহারুল আবারও তাকে সমিতি থেকে ঋণ এনে দিতে চাপ দিচ্ছিলেন। এ নিয়ে মঙ্গলবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে মাজহারুল রেহেনাকে চেয়ার থেকে ঘরের মেঝেতে ফেলে দেন। এরপর পায়ে চেপে ধরে গলায় ছুরি চালান। এসময় তার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে গেলে মাজহারুল পালিয়ে যায়। পরে স্বজনরা আহত রেহেনাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল নিয়ে আসেন।

তবে এসব অভিযোগের বিষয়ে জানতে ওই গৃহবধূর স্বামী মাজহারুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

 

নড়াইল সদর হাসপাতালে সহকারী সার্জন ডা. সোহেলী জামান বলেন, প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দিয়ে রেহেনাকে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে আশঙ্কা মুক্ত আছেন।

মাগুরা জেলার শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, এ সংক্রান্ত কোনো তথ্য জানা তিনি জানেন না। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর