মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ঢাকা

আন্দোলন দমনে অর্থের যোগানদাতা লিপি খানের জামিন নামঞ্জুর

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৫, ১০:৫৭ পিএম

শেয়ার করুন:

loading/img

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামি ও ছাত্র আন্দোলন দমনে অর্থের যোগানদাতা আওয়ামী লীগ নেত্রী লিপি খান ভরসার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

রোববার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রংপুর সিএমএম আদালতে নেওয়া হলে তার পক্ষে জামিন আবেদন করা হয়। পরে রংপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক শোয়েবুর রহমান এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুদীপ্ত শাহীন কড়া পুলিশী নিরাপত্তায় ঢাকা থেকে রংপুর মহানগরীর কোতোয়ালি থানায় নিয়ে আসেন। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামি রংপুরের ব্যবসায়ী লিপি খান ভরসাকে ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়। 


বিজ্ঞাপন


মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ১৯ জুলাই বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড় থেকে আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে সিটি বাজারের সামনে অবস্থান নেন। এসময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে তাদের ওপর গুলি চালায়। সেখানে গুলি লেগে অনেকেই আহত হন। এ ঘটনায় গত বছর ১৩ নভেম্বর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় গুলিবিদ্ধ মামুনুর রশিদ মামুন বাদী হয়ে হত্যাচেষ্টায় একটি মামলা করেন। লিপি খান ভরসা এ মামলার এজাহারভুক্ত ১৭৯ নম্বর আসামি।

লিপি খান ভরসার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টাসহ আন্দোলন দমনে অর্থ জোগান দেওয়ার অভিযোগ রয়েছে। সবশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়ার জন্য মনোনয়নপত্র কিনেছিলেন। এছাড়াও আওয়ামী লীগের সাবেক বাণিজ্য মন্ত্রী ও তৎকালীন স্থানীয় সংসদ সদস্য টিপু মুনশির নির্বাচনী সভা-সমাবেশে অংশ নেন এবং টিপু মুনশির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিনি। একই সাথে ঘনিষ্ঠ ছিলেন সাবেক মহিলা এমপি নাছিমা জামান ববির। টিপু মুনশি এবং নাছিমা জামান ববির সাথে ছবি দিয়ে পোস্ট দিয়ে সব সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরগরম থাকতেন লিপি খান ভরসা। লিপি খান ভরসার বাড়ি পাবনা। একসময় অভিজাত হোটেলে নাচ-গান ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন তিনি।  তিনি সাবেক এমপি মরহুম করিম উদ্দিন ভরসার পুত্রবধূ। তার বিরুদ্ধে ভরসা পরিবারের জমিজমা জাল জালিয়াতি করে আত্মসাতের অভিযোগে মামলা এবং ওয়ারেন্ট  রয়েছে।

এদিকে মামলা থেকে নাম কাটতে রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক উপ-কমিশনার (অপরাধ) মোহাম্মদ শিবলী কায়সারের বিরুদ্ধে ১০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ তোলেন লিপি খান ভরসা। তার দাবি, মামলা থেকে নাম বাদ দিয়ে তাকে সুরক্ষা দিতে ব্যবসায়ী অমিত বণিকের মাধ্যমে তার কাছে ১০ লাখ টাকা ঘুষ চান উপ-কমিশনার মোহাম্মদ শিবলী কায়সার। এ ঘটনায় গত ১১ মার্চ মোহাম্মদ শিবলী কায়সারের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন তিনি। 

গত বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করতে লিপি খান ভরসা তার ম্যানেজার পলাশ হাসানকে কোতোয়ালি থানায় পাঠান। এসময় শিবলী কায়সার মামলার বাদী ম্যানেজার পলাশকে থানার ভেতরেই মারধর করেন। একপর্যায়ে তাকে গুলি করতে সহকর্মীর কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করেন তিনি। এ ঘটনায় শনিবার দুপুরে তাকে প্রত্যাহার করে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর