মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ঢাকা

বরিশালে বাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৫, ০৪:৩৭ পিএম

শেয়ার করুন:

loading/img

বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মজিবর মোল্লা (৭০) নামের এক ভ্যান যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় ভ্যানের আরো তিন যাত্রী গুরুতর আহত হয়েছে।

রোববার (১৬ মার্চ) দুপুরে গৌরনদী উপজেলার সাউদের খাল এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মজিবর গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের মৃত কেরামত আলীর ছেলে ও অবসরপ্রাপ্ত সেনা ছিলেন।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, ঢাকাগামী লাবিবা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১২-৩৪৭৩) মহাসড়কের গৌরনদী উপজেলার সাউদের খাল এলাকা অতিক্রম করছিল। এসময় একটি ব্যাটারিচালিত যাত্রীভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। এতে ভ্যান যাত্রী মজিবরসহ আরও ৩ যাত্রী গুরুতর আহত হয়। খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মজিবরকে মৃত বলে ঘোষণা করেন।


বিজ্ঞাপন


গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান বলেন, দুর্ঘটনার পরপরই বাসের চালক বাস ফেলে পালিয়েছে। ঘাতক বাস ও দুর্ঘটনা কবলিত ভ্যান জব্দ করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর