রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

পুকুরের পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৫, ০৭:০০ পিএম

শেয়ার করুন:

loading/img

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইন্দ্রপুর এলাকায় পুকুরের পানিতে ডুবে তারেক রহমান নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। 

শনিবার (১৫ মার্চ) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


মৃত তারেক রহমান (১৩) গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইন্দ্রপুর এলাকার জহিরুল ইসলামের ছেলে। 

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, স্থানীয় একটি কওমি মাদরাসায় হাফেজি পড়তো তারেক রহমান। মাদরাসা থেকে ছুটি পেয়ে বাসায় আসে সে। শনিবার ১১টার দিকে তারেক রহমান অন্যান্য কিশোরের সঙ্গে বাড়ির পাশে একটি পুকুরে অল্প পানিতে নেমে সাঁতার কাটছিল। 

একপর্যায়ে তারেক রহমান পুকুরের গভীরে ডুবে যায়। পরে অন্যান্য শিশুরা বাড়িতে গিয়ে খবর দেয়। খবর পেয়ে স্থানীয়দের অনেকেই পুকুরে নেমে খোঁজাখুঁজি করে তারেক রহমানকে উদ্ধার করে। পরে মনিপুর পপুলার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন