‘ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ এই স্লোগানে আগামী শনিবার শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন হবে। এই ক্যাম্পেইনে জেলার দুটি পৌরসভা ও ৫২টি ইউনিয়নে ২ লাখ ৩৯ হাজার ৮২৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা সিভিল সার্জন মুহাম্মদ শাহীন।
বিজ্ঞাপন
তিনি জানান, ৬ থেকে ১১ মাস বয়সী ২৭ হাজার ৩৩৪ জন শিশুকে একটি নীল রঙের ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ১২ হাজার ৪৯৩ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন এ ক্যাপসুল শিশুর অপুষ্টি, অন্ধত্ব প্রতিরোধ, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত, হাম ও ডায়রিয়া জনিত মৃত্যুর হার হ্রাসসহ সকল ধরনের মৃত্যুর হার হ্রাস করে।
আর কোনো অসুস্থ শিশুকে এ ক্যাপসুল খাওয়াতে নিরুৎসাহিত করে তিনি বলেন, সুস্থ হওয়ার পরবর্তী এক মাস উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে এ ক্যাপসুল খাওয়ানো যাবে। এ সংক্রান্ত কোনো গুজবে কান না দিতেও সবার প্রতি আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফসহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা।
প্রতিনিধি/ এজে