সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ) কার্যালয় পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টার দিকে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন। এক পর্যায়ে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে আসেন। এসময় প্রধান বিচারপতিকে স্বাগত জানান এসআরএফের সভাপতি মাসউদুর রহমান, সহ সভাপতি আমিনুল ইসলাম মল্লিক ও যুগ্ম সম্পাদক মেহেদী হাসান ডালিম।
বিজ্ঞাপন
প্রধান বিচারপতি তার ঘোষিত রোডম্যাপ বাস্তবায়নে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, শক্তিশালী বিচার বিভাগ প্রতিষ্ঠায় অচিরেই বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় বাস্তবায়ন হবে। আইনজীবীদের বিশেষ করে নারী আইনজীবীদের যে অবকাঠামোগত অসুবিধা রয়েছে তা অচিরেই দূর করা হবে বলে জানান তিনি।
পরিদর্শনের সময় ব্র্যাকের প্রধান নির্বাহী আসিফ সালেহ, সুপ্রিম কোটের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা, সুপ্রিম কোর্ট আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী, আপিল বিভাগের রেজিস্ট্রার মুহা. হাসানুজ্জামান, প্রধান বিচারপতির একান্ত সচিব শরিফুল আলম ভূঞা ও স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোছাইন উপস্থিত ছিলেন।
এআইএম/ইএ