বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ঢাকা

মানিকগঞ্জের সেই চিত্রশিল্পী পাবেন নতুন ঘর

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ১২:৪৪ পিএম

শেয়ার করুন:

নতুন ঘর পাবেন মানিকগঞ্জে সেই চিত্রশিল্পী

পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় প্রদর্শনের জন্য মোটিফ বানানো চিত্রকলার শিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইন-শৃঙ্খলা বাহিনী। দ্রুতই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। অন্যদিকে শিল্পীর বাড়ি পুড়ে যাওয়ায় তাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন বাড়ি করে দেয়ার কথাও জানানো হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) মানিকগঞ্জ জেলা প্রশাসনের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন জানিয়েছেন, ইতোমধ্যেই পুলিশ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তকাজ চলমান রয়েছে, কারো জড়িত থাকার প্রমাণ পেলে দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়া হবে। 

অন্যদিকে মানিকগঞ্জের জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা জানান, তদন্তের মাধ্যমে আগুনের নেপথ্যে সঠিক কারণ নিরূপণের পাশাপাশি পুড়ে যাওয়া বাড়িটি মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে পুনর্নির্মাণ করা হবে।

প্রতিনিধি/বিইউ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর