সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

এক বোঁটায় ৩০ লাউ, উৎসুক মানুষের ভিড়

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ১১:০০ এএম

শেয়ার করুন:

এক বোঁটায় ৩০ লাউ,  উৎসুক মানুষের ভিড়

বাঙালির খাবারের তালিকায় লাউয়ের কদর অন্যতম। আর মাচায় লাউ ঝুলবে সারি সারি এটাই স্বাভাবিক। কিন্তু এক থোকায় ৩০টি লাউ ধরবে, এটাতো অস্বাভাবিক!

তবে এমন ঘটনা অবিশ্বাস্য হলেও সত্যি। এক লাউগাছের একটি থোকায় (গাছের শাখার সংযোগস্থল) ৩০টি লাউ ধরেছে। ওই লাউ গাছে এই অস্বাভাবিক ঘটনা দেখতে শত শত উৎসুক মানুষ ভিড় করছেন।


বিজ্ঞাপন


যশোরের চৌগাছা উপজেলার যাত্রাপুর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জেম ওসমান আলীর বাড়িতে এমন ঘটনা ঘটেছে।

1000094128

সরেজমিন ওই বাড়িতে গিয়ে দেখা যায়, বড় লাউ মাচায় এক থোকায় ৩০টির মতো লাউ ঝুলে আছে। তবে এর মধ্যে একটি লাউ ওজন ৩০০ গ্রামের মতো। বাকিগুলো ১০০ গ্রামের মতো ওজন হবে। এগুলো বড় হওয়ার প্রক্রিয়ায় রয়েছে।

ওসমান আলী বলেন, বাড়িতে থাকা বীজ দিয়ে লাউয়ের চারা তৈরি করি। প্রথম থেকে গাছে ভালোই বড় বড় লাউ ধরেছে। কিছু লাউ খাওয়া হয়েছে। এবং কিছু লাউ প্রতিবেশিদের দেওয়া হয়েছে। কয়েক দিন আগে হঠাৎ একই থোকায় কয়েকটি লাউ ধরে। এ ঘটনায় কিছুটা অবাক হই। কিছু দিন যেতে না যেতে দেখি একই বোটায় (গাছের শাখার সংযোগ স্থল) ফেটে অসংখ্য লাউ ধরছে। এর মধ্যে ৩০টির মতো লাউ একই স্থানে ধরেছে। সেগুলোর মধ্যে বেশ কিছু বড়ও হচ্ছে। দেখে মনে হয়, একটি থোকায় সব লাউ ঝুলে আছে। এ খবর সবার কানে কানে হলে বিভিন্ন স্থান থেকে মানুষ এসব লাউ দেখতে আসছেন।


বিজ্ঞাপন


1000094141

ওসমান আলীর ভাই লোকমান হোসেন বলেন, জীবনে প্রথম দেখলাম এমন ঘটনা। একটি বোটায় একসঙ্গে ৩০টি লাউ। এটা আমার কাছে আশ্চর্য ঘটনা মনে হয়েছে।

খবর শুনে চৌগাছা থেকে লাউ দেখতে যান সাগর নামে এক যুবক। তিনি বলেন, খবর শুনে আমি লাউ দেখতে আসলাম। আমি দেখে তো অবাক হয়ে গেছি। এক থোকায় ৩০টি লাউ, এটা আমার কাছে অলৌকিক মনে হচ্ছে।

জানতে চাইলে চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন বলেন, এমন ঘটনা আমার চাকরি জীবনে প্রথম। তবে হতে পারে এক বোঁটা থেকে অনেকগুলো ফুল হয়েছে এবং সেগুলোর সঠিক পরাগায়ন হওয়ায় এ লাউ হয়েছে। তবে আমরা এর সঠিক বৈজ্ঞানিক ব্যাখা খুঁজছি।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর