সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

মাগুরায় গণঅভ্যুত্থানে আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

জেলা প্রতিনিধি, মাগুরা
প্রকাশিত: ০২ মার্চ ২০২৫, ০৫:১৯ পিএম

শেয়ার করুন:

loading/img

জেলা প্রশাসন মাগুরা এর উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

রোববার (২ মার্চ) জেলা প্রশাসন মিলনায়তনে জেলা পরিষদ ও জেলা সমাজসেবা কার্যালয়, মাগুরা এর সহযোগিতায় চেক বিতরণ করা হয়।


বিজ্ঞাপন


এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা প্রশাসক, মাগুরা জনাব মো. অহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন- পুলিশ সুপার, মাগুরা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা সমাজসেবা অফিসারসহ আহত ব্যক্তির পরিবারের সদস্যরা।  

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বৈষম্যহীন সমাজ গঠনে ছাত্র-জনতার ভূমিকার প্রশংসা করেন এবং আহতদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। পরে তিনি আহতদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন