রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

জামালপুরে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ১৮

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৩ পিএম

শেয়ার করুন:

loading/img

জামালপুরের ইসলামপুর উপজেলায় বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত থেকে সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে দুইজন জুলাই-আগস্ট মাসে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি। তারা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এছাড়াও, জুয়া ও মাদকের মামলায় আরও ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন