গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সবুজ শিক্ষালয় ও গ্রিন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের গল্প-কবিতা, প্রবন্ধ ও ক্যালিগ্রাফির সংকলনে ‘একুশের সবুজ কুঁড়ি’ নামে ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে প্রতিষ্ঠানটির প্রশাসনিক ভবনের সামনে এক অনুষ্ঠানে এই মোড়ক উন্মোচন করা হয়।
বিজ্ঞাপন
এসময় উপস্থিত ছিলেন, সবুজ শিক্ষালয় ও গ্রিন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক ও ম্যাগাজিনের সম্পাদক মুহা. একরামুল হক এবং প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও ম্যাগাজিনের প্রকাশক মুকাদ্দিসুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী।
আরও পড়ুন
গ্রিন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সাহিত্য ও সংস্কৃতি বিভাগের প্রকাশনায় এটি প্রকাশিত হয়েছে। ম্যাগাজিনটিতে আছে গল্প-কবিতা, প্রবন্ধ ও রম্য রচনা। আছে একুশের চেতনায় উজ্জীবিত ও প্রতিষ্ঠানের বিভিন্ন অর্জনের চিত্রাঙ্কন। আছে ক্যালিগ্রাফিও। ৪০ পৃষ্ঠার ম্যাগাজিনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সম্পাদক মুহা. একরামুল হক বলেন, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের প্রকাশনায় শিক্ষক শিক্ষার্থীদের রচিত গল্প-কবিতা ও প্রবন্ধসহ নানা বিষয় সম্বলিত ম্যাগাজিনটি প্রকাশিত হওয়ায় আমি আনন্দিত। এ কারণে সবার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। এ প্রকাশনা নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের চেতনায় উজ্জীবিত করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস