সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে ৬ অবৈধ গাড়ি জব্দ

জেলা প্রতিনিধি, চাঁদপুর 
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৫, ০৯:৪৫ পিএম

শেয়ার করুন:

loading/img

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ ও ফরিদগঞ্জ উপজেলায় আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথবাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট স্থাপন করা হয়। এতে চারজন মোটরসাইকেল আরোহীকে ২৮ হাজার টাকা জরিমানা এবং ছয়টি অবৈধ গাড়ি জব্দ করা হয়।

রোববার (১৬ মার্চ) সকার ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দুই উপজেলা সড়কে এই চেকপোস্ট বসানো হয়। 


বিজ্ঞাপন


রাতে এ বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, যৌথবাহিনীর এ অভিযানে সর্বমোট ১১৫টি যানবাহন তল্লাশি করা হয়। লাইসেন্স না থাকার জন্য চারজন মোটরসাইকেল আরোহীকে সর্বমোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং অবৈধ ছয়টি গাড়ি জব্দ করে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দেশের চলমান পরিস্থিতিতে ট্র্যাফিক আইনের পরিপন্থি সব প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন