শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

নওগাঁয় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন সহস্রাধিক রোগী

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৪ পিএম

শেয়ার করুন:

loading/img

নওগাঁ সদর উপজেলায় অসচ্ছল ও অসহায় সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলার রামরায়পুর দিঘিরপাড় উচ্চবিদ্যালয় মাঠে দিনব্যাপী এই চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়।


বিজ্ঞাপন


অপরাজিতা ফাউন্ডেশনের উদ্যোগে সেখানে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের স্বাস্থ্যসেবা দেন।

Pic-3

দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা দেন হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. কামরুজ্জামান, ফ্যামিলি মেডিসিন ও ল্যাব মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আব্দুল মতিন, নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডা. হোসনে আরা এবং প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. ইয়াসমিন আক্তার।

Pic-1


বিজ্ঞাপন


আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিনামূল্যে চিকিৎসাসেবা নেওয়ার জন্য এর আগে এলাকায় আয়োজকদের পক্ষ থেকে মাইকিং করা হয়। খবর শুনে সকালে সদর উপজেলার রামরায়পুর, শৈলগাছী, শিকারপুর, মকরামপুর, দরিয়াপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসেন মানুষজন। চিকিৎসাসেবা পেতে এক হাজারের বেশি মানুষ নিবন্ধন করেন। আজ বিকেল ৫টা পর্যন্ত চিকিৎসাসেবা চলবে।

আরও পড়ুন

চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন ১০ ব্যক্তি

দরিয়াপুর গ্রাম থেকে আসা গৃহবধূ জুলেখা খাতুন বলেন, দীর্ঘদিন ধরে হাঁটু ও কোমরে ব্যথায় ভুগতেছি। ব্যথা সারানোর জন্য ডাক্তারের কাছে এসেছিলাম চিকিৎসা নিতে। খুব সুন্দর পরিবেশে বিশেষজ্ঞ ডাক্তার বিনামূল্যে চিকিৎসা দিলেন। শহরে এই ডাক্তারকে দেখালে ছয়-সাতশ টাকা দিতে হতো।

চিকিৎসা পেয়ে খুশি রামরায়পুর গ্রামের গৃহবধূ সন্তান সম্ভাবা সাবিনা আক্তার। তিনি বলেন, বিনামূল্যে এত ভালো সেবা পাওয়া যাবে, এটা ভাবতে পারিনি। একজন গাইনি ডাক্তার চিকিৎসা দিলেন। বাড়ির পাশে এত বড় ডাক্তার বিনা মূল্যে সেবা দিলেন। এটা অনেক বড় উপকার।

Pic-2

অপরাজিতা ফাউন্ডেশনের চেয়ারম্যান লন্ডনপ্রবাসী আব্দুল্লাহ আল হাসিব বলেন, সদর উপজেলার রামরায়পুরে আমার গ্রামের বাড়ি। অনেক আগে থেকেই আমি ব্যক্তিগত পর্যায়ে এলাকার মানুষজনকে সহায়তা করে আসছি। তবে এককভাবে মানুষকে সহায়তা করে তেমন তৃপ্তি পেতাম না। আরও বেশি মানুষের কাছে মানবিক সহায়তা দেওয়ার লক্ষ্যে ২০২৪ সালের এপ্রিল মাসে সমমনা ব্যক্তিদের নিয়ে অপরাজিতা ফাউন্ডেশন নামের একটি সংগঠন গড়ে তুলি। গ্রামীণ অসহায় মানুষের সহযোগিতা করাই ফাউন্ডেশনের মূল লক্ষ্য।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন