সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে দিল ছাত্র-জনতা

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁ
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩০ এএম

শেয়ার করুন:

loading/img

ঠাকুরগাঁও জেলা পরিষদ ডাকবাংলা চত্বর, অপরাজয় একাত্তরসহ পৌরশহরের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ) রাত সাড়ে ৮টার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতা-কর্মী হাতুড়ি, শাবল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ম্যুরালগুলো ভেঙে ফেলে । 


বিজ্ঞাপন


এ সময় তারা সাবেক ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বক্তব্য সারাদেশে ছড়িয়ে পড়লে অন্য অঞ্চলের মতো ঠাকুরগাঁওয়েও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শেখ পরিবারের সব ম্যুরাল ভাঙচুর করা হয়।

এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, 'ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনা ঘটিয়েছে বিক্ষুব্ধ জনতা। এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদা তৎপর আছে এবং থাকবে। এছাড়া মাদকসহ বিভিন্ন অপকর্ম রোধে পুলিশ কাজ করছে।‌

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন