দিনাজপুর জেলার বিরলে শুভ চন্দ্র শীল (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৬ জুন) সকালে উপজেলার কাঞ্চন মোড় মোল্লাপাড়া এলাকার একটি পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
নিহত শুভ চন্দ্র শীল বিরলের ফরাক্কাবাদ ইউনিয়নের তেঘরা মহেশপুর নাপিতপাড়া গ্রামের সন্তোষ চন্দ্র শীলের ছেলে। উপজেলার কাঞ্চন মোড়ে শুভ একটি সেলুনের দোকানে কাজ করতেন তিনি।
এ ঘটনায় জড়িত সন্দেহে ওই এলাকার তাপু চন্দ্র শীল নামে একজনকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: মা এখন পঙ্গু হয়ে গেছেন, তাই ভাঙা-চোরা ঘরেই থাকেন
পারিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের কাজ শেষ করে রোববার (৫ জুন) রাতে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হন শুভ। রাতে আর বাসায় ফেরেননি। রাতেই পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু তখন তার কোন সন্ধ্যান পায়নি তারা। সকালে তার মৃত্যুর খবর পান।
এ বিষয়ে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
বিজ্ঞাপন
‘ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।
প্রতিনিধি/এএ