বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

১৭ ঘণ্টা পর সচল আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫, ০৪:৫৪ এএম

শেয়ার করুন:

loading/img
ফাইল ছবি

১৭ ঘণ্টা পর ভারতের আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটের কার্যক্রম শুরু হয়েছে।

কারিগরি ত্রুটির কারণে শুক্রবার ভারতের ঝাড়খন্ড রাজ্যের গোড্ডায় নির্মিত গ্রুপটির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়।


বিজ্ঞাপন


এর ১৭ ঘণ্টা পর শনিবার সন্ধ্যা সোয়া ছয়টায় একটি ইউনিট থেকে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। বিদ্যুৎকেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট আছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি জানিয়েছে, সন্ধ্যা ৭টায় গ্রিডে সরবরাহকৃত বিদ্যুতের পরিমাণ ছিল ৪৬ মেগাওয়াট। ক্রমান্বয়ে ইউনিট-১ থেকে বিদ্যুৎ সরবরাহ বাড়বে বলে আশা করা যায়।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

আরেকটি ইউনিট কবে নাগাদ চালু হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের কতটুকু ক্ষতি হয়েছে সেটা আমরা দেখিনি। তবে অনুমান করছি সাত দিনের মতো সময় লাগতে পারে।


বিজ্ঞাপন


উল্লেখ্য আদানির বিদ্যুৎকেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট আছে। গত মঙ্গলবার (৮ এপ্রিল) কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট থেকে সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে শনিবার (১১ এপ্রিল) সকালে দ্বিতীয় ইউনিটটি থেকেও সরবরাহ বন্ধ হয়ে যায়।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর