মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

মানিকগঞ্জে যুবকের আত্মহত্যা

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ 
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৫, ০৮:২২ পিএম

শেয়ার করুন:

মানিকগঞ্জে যুবকের আত্মহত্যা

মানিকগঞ্জে দেড় মাস বয়সী ছেলেকে রেখে আকাশ হোসেন (২১) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার মুকিমপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।


বিজ্ঞাপন


মৃত আকাশ হোসেন মুকিমপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে। তিনি একটি বেসরকারি কোম্পানিতে সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা বলেন, আড়াই বছর আগে মো. হাসানের মেয়ে সুরমা আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্কের ফলে আকাশের বিয়ে হয়। বিয়ের পর মেয়ের বাড়ির পরিবার তাদের মেনে নিলেও ছেলের বাড়ির পরিবার মানতে নারাজ ছিল।

নিহতের স্ত্রী সুরমা আক্তার বলেন, ছয় মাস পরে আমাদের বিয়ে আমার শ্বশুর মেনে নিলেও, যৌতুকের জন্য চাপ দিতে থাকে। এই নিয়ে চলতে থাকে ঝগড়াঝাঁটি। গেল ছয় মাস আগে যৌতুকের জন্যই আমাকে এবং আমার স্বামীকে বাড়ি থেকে নামিয়ে দেয়। তখন আমার স্বামীকে নিয়ে বাবার বাড়িতে চলে আসি। এরই মধ্যে আমাদের একটা ছেলে হয়। ঈদের পর আমার স্বামীকে তার বাবা-মা সবকিছু মেনে নিবে বলে বাড়িতে ডেকে নেয়। এরপর পুনরায় আমার স্বামীকে দিয়ে যৌতুকের চাপ দেওয়ায়। তাদের এই মানসিক নির্যাতনের শিকার হয়ে আমার স্বামী আত্মহত্যা করেছে। দেড় মাসের ছেলে নিয়ে আমি এখন কোথায় গিয়ে উঠবো। আমি এই ঘটনায় সুষ্ঠু বিচার চাই।

নিহতের বাবা ফারুক হোসেন বলেন, ‘আমরা কোনো যৌতুকের চাপ দেইনি। আমার ছেলে এবং তার স্ত্রীর মাঝে সম্পর্কের অবনতি থেকেই এই ঘটনা ঘটেছে। আমি ছেলে হারাইছি, এখন আর কিছু বলতে পারুম না’


বিজ্ঞাপন


মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)) এস এম আমান উল্লাহ বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর