মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

ঠাকুরগাঁওয়ে ভারতীয় রুপিসহ যুবক আটক 

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৫, ০৯:০৭ পিএম

শেয়ার করুন:

loading/img

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল‌‌ এক লাখ ভারতীয় রুপিসহ এক বাংলাদেশি হোসেন আলী (৩৮) নামে যুবককে আটক করেছে র‍্যাব।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার নেকমরদ বঙ্গবন্ধু কলেজের পিছনে গণ্ডগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন


আটক যুবক হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের মারাধার এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে।

বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেন রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরশেদুল হক।

জানা যায়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব১৩ অভিযান চালিয়ে হোসেন আলীকে আটক করে।

এ সময় তার কাছে এক লাখ ভারতীয় রুপি পাওয়া গেছে। ভারতীয় রুপিসহ আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে রাণীশংকৈল থানায় হস্তান্তর করা হয়।


বিজ্ঞাপন


রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক বলেন, আটক ব্যক্তির কাছ থেকে এক লাখ টাকার ভারতীয় রুপি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। আইনি প্রক্রিয়া শেষে তাকে রোববার সকালে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর