মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

‘বিশ্বে অশান্তির যে আগুন জ্বলছে এর মূল হোতা আমেরিকা’

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৫, ০৯:৩৪ পিএম

শেয়ার করুন:

loading/img

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, প্রচলিত গণতন্ত্র যুক্তরাষ্ট্রের তৈরি। এই নীতি ও আদর্শের মাধ্যমে যদি শান্তি আসতো তাহলে সারাবিশ্বে শান্তি দেখা যেত। কিন্তু গণতন্ত্রের নামে সবচেয়ে বেশি অশান্তির আগুনে জ্বালিয়েছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনসহ সারাবিশ্বে যে অশান্তির আগুন জ্বলছে তার মূলহোতা যুক্তরাষ্ট্র।

শনিবার (১২ এপ্রিল) বিকেল ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ শৈলকূপা উপজেলা শাখার আয়োজনে এক জনসভায় তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


শৈলকূপা উপজেলা শহীদ মিনার চত্বরে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর আরও বলেন, শান্তির জন্য রাষ্ট্র, সমাজসহ সর্বত্র ইসলামী নীতি ও আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। ইসলামি শাসনব্যবস্থা ছাড়া মানবতার প্রকৃত মুক্তি মিলবে না।

জনসভায় ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ শোয়াইব হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক মুফতি আহমদ আব্দুল জলিল, জেলা সভাপতি ডা. এইচ এম মোমতাজুল করিমসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর