লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু বক্কর সিদ্দিক (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
মৃত আবু বক্কর সিদ্দিক উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, আবু বক্কর পাশের গ্রামে দিন মজুরের কাজ করতে এসে ক্ষেতে কোঁদাল পাড়ছিলেন। তারপাশে একটি সেচ্ছ পাম্পের বৈদ্যুতিক লাইনের তার টানা থাকায় তিনি লাইনটি সরাতে গেলে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রতিনিধি/ এজে