পটুয়াখালীর বাউফলে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৫ নেতাকর্মী আহত হয়েছেন।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরের টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার উপজেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার সমর্থিত স্থানীয় ছাত্রদলের কয়েক নেতাকর্মী চর ফেডারেশন এলাকায় জমি দখল করতে যায়।
এ খবর পেয়ে বিএনপি নেতা মুনির হোসেন সমর্থিত নেতাকর্মীরা ধারাল অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে আহত হন ছাত্রদলের জয় (২৪), রেদোয়ান (২৫), ইয়াসিন (২৪), ও মো. সজল (২৩)।
এ ঘটনার জেরে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলামের নেতৃত্বে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসীম আহমেদ তুহিনের ওপর হামলা চালায় ৪০/৪৫ জনের একটি দল। আত্মরক্ষার জন্য বিএনপি নেতা তুহিন স্থানীয় একটি দোকানে আশ্রয় নিলে সেখানে গিয়ে আরেকদফা তার ওপর হামলা চালায় ছাত্রদলের নেতাকর্মীরা। ওই দোকানে প্রায় ১ ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয় তুহিনকে। পরে পুলিশ ওই দোকানে গিয়ে বিএনপি নেতা তুহিনকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
বিজ্ঞাপন
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম এ অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই।
বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, জসীম আহমেদ তুহিন একজন নম্র ভদ্র নেতা। তাকে অপমান অপদস্থ মেনে নেওয়া যায় না। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
বাউফল থানার ওসি তদন্ত আতিকুল ইসলাম বলেন, বিএনপি নেতা তুহিন পুলিশের হেফাজতে রয়েছেন। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস