শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ঢাকা

তিন জেলায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে আজ, কারণ কী?

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫, ০৬:০৯ এএম

শেয়ার করুন:

loading/img
ফাইল ছবি

দেশের তিনটি পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে অবস্থিত আর্থিক প্রতিষ্ঠানগুলোর সব শাখা ও বুথ বন্ধ থাকবে আজ (রোববার)।

গত বুধবার (৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।


বিজ্ঞাপন


প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৭ মার্চের প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ১৩ এপ্রিল রোববার চৈত্র সংক্রান্তি উপলক্ষে দেশের তিনটি পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট জেলাগুলোতে অবস্থিত আর্থিক প্রতিষ্ঠানগুলোর শাথা ও বুথ ১৩ এপ্রিল বন্ধ থাকবে।

আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩ এর ৪১ (২) (ঘ) ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে, যা দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আরেক নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ১৩ এপ্রিল সংশ্লিষ্ট জেলাগুলোতে তফসিলি ব্যাংকের সকল শাখা ও উপশাখাও বন্ধ থাকবে।

টিএই/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর