শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

বিয়ের দাবিতে উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ে নারীর অনশন

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৩ পিএম

শেয়ার করুন:

loading/img

বিয়ের দাবিতে কুষ্টিয়া সড়ক উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ে সামনে অবস্থান নিয়েছেন যমুনা (২৬) নামে স্বামী পরিত্যক্তা এক নারী। তিনি জেলার মিরপুর উপজেলার সুলতানপুর এলাকার সন্তষ কুমারের মেয়ে। তার দাবি উপ-বিভাগীয় প্রকৌশলীর নিকট আত্মীয় ও তার স্ত্রীর ব্যক্তিগত গাড়িচালক ইমরানের সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। এ ঘটনা জানাজানির পর সৌদি প্রবাসী স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে তার। এখন বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছে ইমরান।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ে এ অনশন শুরু করেছেন তিনি।


বিজ্ঞাপন


ইমরানের বাড়ি পিরোজপুর জেলায়। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। এ ঘটনার পর পালিয়ে গেছেন অভিযুক্ত ইমরান। এদিকে বিয়ের দাবি না মানলে এর থেকে কঠিন সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন ওই নারী।

জানা গেছে, দুই বছর আগে একটি নাচের অনুষ্ঠান থেকে পরিচয় হয় ইমরানের সঙ্গে। এরপর থেকে তাদের দুজনের মুঠোফোনে কথা হয়, গড়ে ওঠে গভীর প্রেমের সম্পর্ক। বিয়ের আশ্বাস দিলে স্বামী-স্ত্রী পরিচয়ে বিভিন্ন স্থানে ঘুরতে যান তারা। এ ঘটনা জানাজানি হলে ৮ মাস আগে ওই নারীর সৌদি প্রবাসী স্বামী তাকে তালাক দেন।

এরপর বিয়ের জন্য ইমরানকে চাপ দিলে নানা তালবাহানা শুরু করে। এক পর্যায়ে বন্ধ করে দেয় মুঠোফোনসহ সব ধরনের যোগাযোগ মাধ্যম। ওই নারী ইমরানের খোঁজে ছুটে আসেন তার কর্মস্থলে। নিরুপায় হয়ে বিয়ের দাবিতে কুষ্টিয়া সড়ক উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ে সামনে অবস্থান নেন ওই নারী।
 
এদিকে, ওই প্রেমিকা আসার পর থেকে পলাতক রয়েছে প্রেমিক ইমরান। বিয়ে না করলে নিজেকে শেষ করে দেওয়ার হুমকি দেন ওই নারী। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
 
ভুক্তভোগী ওই নারী বলেন, ‘সম্পর্কের পরে জানতে পারি ইমরানের স্ত্রী ও সন্তান রয়েছে। তাতেও আমার কোনো সমস্যা নেই। বিয়ের প্রলোভন দেখিয়ে সে আমার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক করেছে। এখন বিয়ে না করলে আমি কোথায় যাব।’
 
অভিযুক্ত ইমরানের মুঠোফোনে যোগাযোগ করলে বন্ধ থাকায় এ বিষয় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এদিকে, কুষ্টিয়া সড়ক উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী লিটন আহমেদ খানের সঙ্গে যোগাযোগ করলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।


বিজ্ঞাপন


এর আগে, গত বুধবার কুষ্টিয়ার হরিপুরে বিয়ে দাবিতে এক যুবকের বাড়িতে গিয়ে অনশনে বসেন দুই সন্তানের এক জননী। এর দুদিন পর কুষ্টিয়ার দহকুলা গ্রামের একের ব্যক্তির বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেন চল্লিশোর্ধ আরেক নারী।

এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন