নরসিংদীতে গোসলে নেমে পুকুরে ডুবে নাবিলা আক্তার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের কান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত নাবিলা আক্তার কান্দাইল এলাকার মো. জাকির হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর পুকুরে গোসল করতে যায় নাবিলা আক্তার। গোসল করার একপর্যায়ে পুকুরের পানিতে তলিয়ে যায় সে।
এ সময় স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে নাবিলার মরদেহ উদ্ধার করে।
মাধবদী ফায়ার স্টেশনের ইনচার্জ মো. রায়হান উদ্দিন বলেন, খবর পেয়ে আমার নেতৃত্বে লিডার রুহুল আমিন ও ফায়ার ফাইটার মো. আনোয়ার হোসেন প্রায় এক ঘণ্টার চেষ্টায় শিশু নাবিলাকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে স্থানীয়দের উপস্থিতিতে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ