রাজবাড়ীর দৌলতদিয়ায় পৌনে দুই কেজি ওজনের একটি ইলিশ মাছ ৮ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) সকালে জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট বাজারে হালিম সরদারের আড়তে মাছটি বিক্রি হয়।
বিজ্ঞাপন
পদ্মা নদী থেকে ধরা ইলিশটি প্রথমে কিনে নেন ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ। পরে তিনি মাছটি আরও এক ক্রেতার কাছে বিক্রি করেন।
স্থানীয় কয়েকজন জেলে ও মাছ ব্যবসায়ী জানান, সকালে হালিম সরদারের আড়তে অন্যান্য মাছের সঙ্গে নিলামে তোলা হয় বড় আকারের এই ইলিশটি। মাছটির ওজন ছিল প্রায় ১ কেজি ৮০০ গ্রাম। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী শাহজাহান শেখ।
শাহজাহান শেখ বলেন, ‘আমি মাছটি ৮ হাজার ৩০০ টাকায় কিনেছি। পরে কেজিপ্রতি ১০০ টাকা লাভ রেখে ৮ হাজার ৫০০ টাকায় কুষ্টিয়ার এক পরিচিত বড় ব্যবসায়ীর কাছে বিক্রি করি। মাছটি তার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।’
একটি ইলিশের এত চড়া দামের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘একদিকে এটা পদ্মার ইলিশ, অন্যদিকে নদীতে এখন তেমন ইলিশ ধরা পড়ছে না। পয়লা বৈশাখ উপলক্ষে ইলিশের দাম বেড়েছে। পদ্মার বড় ইলিশ বৈশাখে খাওয়ার জন্য অনেকেই অপেক্ষা করেন, প্রতিবছরই এক শ্রেণির ক্রেতা এ সময় ইলিশ কেনেন।’
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি