মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

পিরের পুণ্যভূমিতে বান্নীর মেলা, দর্শনার্থীদের ঢল

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৫, ০৭:০৭ পিএম

শেয়ার করুন:

loading/img

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে পিরের পুণ্যভূমিতে বসেছে বান্নীর মেলা। এ মেলাকে ঘিরে হাজারো মানুষের ঢল নেমেছে। আশপাশের পরিবারগুলোতেও দেখা গেছে উৎসবের আমেজ।

শনিবার (১২ এপ্রিল) সকাল থেকে ধাপেরহাট ইউনিয়নের তিলকপাড়া মৌজায় অবস্থিত ঐতিহ্যবাহী ৪১ পিরের পুণ্যভূমি পীরেরহাট ময়দানে বসেছে বান্নীর মেলা। 


বিজ্ঞাপন


প্রতি বছরের ন্যায় জন্ম অষ্টমী তিথির পরের শনিবারে এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। সে মোতাবেক আজ এ মেলা অনুষ্ঠিত হয়। সরেজমিনে জানা গেছে, রংপুর-ঢাকা মহাসড়কের ধাপেরহাট বাসস্ট্যান্ড হতে আধা কিলোমিটার পূর্ব দিকে বসেছে এ মেলা। ইতিমধ্যে কয়েক দিন আগে থেকেই এ মেলায় জমায়েত হয়েছে কয়েক হাজার দর্শনার্থী। গতকাল শুক্রবার (১১ এপ্রিল) দিনব্যাপী নারীদের মেলা শেষ হয়ে আজ শনিবার শুরু হয়েছে পুরুষদের মেলা।

মেলায় বিভিন্ন দ্রব্যের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। মনোহারী, মিষ্টি, দই, খই, হুড়ুম-বাতাসার দোকানসহ, ডালা, কুলা, বেত শিল্পের তৈরি বিভিন্ন গ্রামীণ ঐতিহ্যের জিনিসপত্র, রসুন, কাঠের আসবাবপত্র, পুতুল নাচ, নাগরদোলা এবং কামারের হাতের তৈরি জিনিস ইতোমধ্যেই বসে গেছে মেলা প্রাঙ্গণে। এছাড়া লক্ষাধিক মানুষের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। 

বিভিন্ন শ্রেণির মানুষ যুগ যুগ ধরে তাদের মনোবাসনা পূরণের আশায় এখানকার একটি পুকুরের পানি পান করে আসছেন। কেউ কেউ বোতলে করে সংগ্রহ করছেন এই পুকুরের পানি।

এবার সরকারিভাবে মেলাটির ইজারা নিয়েছেন মাসুদ মিয়া নামের এক বিএনপি নেতা। তিনি বলেন, সুষ্ঠু-শান্তিপূর্ণ পরিবেশে মেলা অনুষ্ঠিত হচ্ছে। নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন।


বিজ্ঞাপন


এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. অনিক ইসলাম বলেন, এ বছর মেলাটি এক লাখ টাকায় ডাক হয়েছে। ঐতিহ্যবাহী এ মেলাটি সফল করতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর