শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ৩

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৪, ০২:৩৪ পিএম

শেয়ার করুন:

loading/img

কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা লেগে তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন।

রোববার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রা‌মের পদুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।    


বিজ্ঞাপন


আরও পড়ুন

রাজবাড়ীতে বাসচাপায় পথচারী নিহত

দুর্ঘটনায় তিনজনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জসিম উদ্দিন জানান, সকালে ঢাকামুখী হানিফ পরিবহনের একটি বাস পদুয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

নিহতদের নামপরিচয় এখনও জানা যায়নি। আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে পাঠা‌নো হ‌য়েছে। অবস্থা গুরুতর হওয়ায় দুইজনকে ঢাকা মে‌ডি‌কে‌ল কলেজ হাসপাতালে পাঠানো হ‌য়ে‌ছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন