ঘন কুয়াশার কারণে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া-মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর জৌকুড়া-পাবনার নাজিরগঞ্জ নৌরুটের ফেরি চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিজ্ঞাপন
বুধবার (১১ ডিসেম্বর) রাত ৩টা থেকে ওই দুই রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যাবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে গতরাত তিনটা থেকে আজ সকাল ১০টার পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশা কেটে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাট এলাকায় শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। সিরিয়াল অনুযায়ী যানবাহন পারাপার করা হচ্ছে। এই নৌরুটে বর্তমানে ১২টি ফেরি চলাচল করছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এমএইচএম