ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চুরির অপবাদে প্রকাশ্যে তিন নারীর চুল কেটে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় সুমন দাসসহ কয়েক যুবকের বিরুদ্ধে।
রোববার (১৩ এপ্রিল) রাতের এ ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীরা নারীর সম্মানহানির ঘটনায় কঠোর বিচার দাবি করছেন। আখাউড়া থানার ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে ওসি ছমিউদ্দিন সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার রাত ৮টার দিকে পৌর শহরের সড়ক বাজার এনসিসি ব্যাংকের নিচে অবস্থিত চাঁদপুর অ্যালুমিনিয়াম স্টোরের সামনে এ ঘটনা ঘটে।
এ সময় চুরির অপবাদ দিয়ে মো. রাব্বিসহ বেশ কিছু যুবক তিন নারীকে প্লাস্টিকের পাইপ ও লোহার রড দিয়ে মারধর করে। ওই সময় সুমন দাস ও তার সহযোগী মো. রাব্বি বোরখা পরিহিত নারীদের মাথার কাপড় খোলেন এবং সুমন দাস ওই নারীদের মাথার চুল কাটেন। এ সময় ওই নারীদের সঙ্গে থাকা একটি শিশু ভয়ে চিৎকার করতে থাকেন। এদিকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এতে করে আখাউড়াজুড়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সুমন দাস আখাউড়া সড়ক বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স এস.এম ইলেকট্রিক কর্নারের স্বত্বাধিকারী ও মো. রাব্বি মা টেলিকমের মালিক।
বিজ্ঞাপন
এদিকে চুরির অপবাদ দিয়ে তিন নারীর মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় সুমন দাসকে (৩৭) আটক করেছে পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) বেলা ৩টার দিকে শহরের মসজিদ পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন বলেন, "অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। পুলিশি অভিযান চলমান রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত রুখতে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানাচ্ছি।" তিনি আরও বলেন, ভিডিও ফুটেজ ও সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে।
প্রতিনিধি/ এমইউ