সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ঢাকা

বৈদ্যুতিক সুইচ চালু করতে গিয়ে প্রাণ গেল শিশুর

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫, ০৭:৫৩ পিএম

শেয়ার করুন:

loading/img

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বৈদ্যুতিক সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রিয়ামনি (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের তরফ ফাজিল গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত রিয়ামনি তরফ ফাজিল গ্রামের রাজু মিয়ার মেয়ে।

স্বজনরা জানায়, ওই সময় ঘরে আলো দেওয়ার জন্য রিয়ামনিকে তার মা বৈদ্যুতিক সুইচ চালু করতে বলেন। তখন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।

এ বিষয়টি নিশ্চিত করে রসুলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জোয়াদ মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। সেখানে রিয়ামনি নামের এক শিশু বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। এ বিষয়ে সবার সবাধনতা অবলম্বন করা অবশ্যক।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর