রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

গজারিয়ায় মহাসড়কের পাশে পড়েছিল কিশোরের মরদেহ

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৪, ০৭:০৮ পিএম

শেয়ার করুন:

loading/img

মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে জিসান (১৯) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।


বিজ্ঞাপন


শুক্রবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া বড়কান্দি এলাকায় আনোয়ার সিমেন্ট সিট ফ্যাক্টরির বিপরীত দিকের মহাসড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জিসান নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঝাউচর গ্রামের আলী আকবর ছেলে বলে জানিয়েছে পুলিশ।

পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো ভবানীপুর এলাকা থেকে বাউশিয়ার আনোয়ার সিমেন্ট সিট কোম্পানিতে কাজের উদ্দেশে বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয় জিসান।

IMG-20241122-WA0009


বিজ্ঞাপন


পরে বাড়ি ফিরতে দেরি হওয়ায় তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হয়ে। এতে কোনো সাড়া না মেলায় রাতে কাছের আত্মীয় স্বজনদের বাসায় খোঁজখবর নেয়া হয়।

পরে শুক্রবার সকালে নিহতের নিজ কর্মস্থল বাউশিয়া এলাকা থেকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে ছুটে গিয়ে স্বজনরা নিহতের নিথর দেহ দেখতে পায়। এ ঘটনায় বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্বজনরা।

আরও পড়ুন

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

এছাড়া নিহত জিসান গত কয়েক মাস ধরে গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভবানীপুর গ্রামে তার নানার বাড়িতে থাকতেন বলে জানা গেছে।

thumbnail_IMG-20241122-WA0008

বিষয়টি নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রাশেদুল ইসলাম জানান, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চর বাউশিয়া বড়কান্দী কুমিল্লামুখী সড়কের পাশে একটি মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের মাথায় ও পায়ে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর