রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

৫০ হাজার লিটার ফার্নেস তেল চুরি, যৌথ অভিযানে উদ্ধার

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৪, ০৭:৩৫ পিএম

শেয়ার করুন:

loading/img

নারায়ণগঞ্জের বন্দর থানার কলাগাছিয়া এলাকায় একটি তেলের ট্যাংকার থেকে প্রায় ৫০ হাজার লিটার ফার্নেস তেল চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে এই তেল চুরি ও অপহরণের ঘটনা সম্পর্কে স্থানীয় বাসিন্দা মো. আল-আমিন বন্দরের পুলিশ ক্যাম্পে অভিযোগ করেন।


বিজ্ঞাপন


চুরির ঘটনার পর স্থানীয় পুলিশ, সেনাবাহিনী এবং র‍্যাবের যৌথ অভিযানে চুরি হওয়া তেল উদ্ধার করা হয়েছে।

জানা যায়, চুরির সময় প্রায় ৪ লাখ লিটার তেল বহনকারী একটি বড় তেলের ট্যাংকার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পদ্মা অয়েল ডিপো থেকে গাজীপুরের আরপিসিএল পাওয়ার প্লান্টে যাচ্ছিল। এই সময়  দুটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে ট্যাংকারটি থামায় এবং প্রায় ৫০ হাজার লিটার তেল লুট করে। ডাকাতরা তেল চুরির পর ট্যাংকারের চারজন ক্রুকে অপহরণ করে, তবে পরে নিরাপদে ছেড়ে দেয়।

অভিযোগ অনুসারে চুরি করা তেল কলাগাছিয়া এলাকার একটি চরে অভিযুক্ত ডালিম এবং শিপনের তত্ত্বাবধানে নিয়ে যাওয়া হয়। চুরি হওয়া তেলের বাজারমূল্য আনুমানিক ৫০ লাখ টাকা।

আরও পড়ুন

হাতিয়ায় মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হলেও হামলার আতঙ্কে জেলেরা

বন্দরের ওসি অভিযোগ পাওয়ার পর কলাগাছিয়া নৌ পুলিশ ক্যাম্প থেকে ২০ থেকে ২৫ জন সদস্যের একটি দল নিয়ে অভিযানে যান। সেখানে কোনো সংঘর্ষ না হলেও স্থানীয় কিছু লোক পুলিশকে তাদের দায়িত্ব পালন থেকে বাধা দেওয়ার চেষ্টা করে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও র‍্যাবের সহযোগিতা প্রয়োজন হয়ে পড়ে। অভিযুক্ত ডালিম এবং শিপনসহ বিভিন্ন মামলায় জড়িত বেশ কয়েকজন চিহ্নিত অপরাধীও এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা যায়।

অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। সেনাবাহিনী, র‍্যাব এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা দ্রুত পালিয়ে যায়। অভিযানে প্রথমে ইঞ্জিনচালিত নৌকাগুলির নিয়ন্ত্রণ নেয়া হয়, যেখানে লুট হওয়া তেল লোড করা হয়েছিল। জানা যায়, চোরেরা ছোট ছোট গ্যালনে তেল বিক্রির পরিকল্পনা করেছিল। যৌথবাহিনী অভিযুক্ত ডালিম এবং শিপনের বাড়ি তল্লাশি চালিয়ে খালি গ্যালন, দা, ছুরি, পাসপোর্ট ইত্যাদি উদ্ধার করে।

উদ্ধার করা তেল পুনরায় ইঞ্জিনচালিত নৌকাগুলিতে লোড করার প্রক্রিয়া শুরু হয়, এবং সেনাবাহিনী ঘটনাস্থলে নিরাপত্তা প্রদান করে লোডিং কার্যক্রম শেষ করে। যৌথ বাহিনীর তত্ত্বাবধানে এ তেল আবারও যথাযথ স্থানে ফিরিয়ে আনা হয়। অভিযানের পর দুটি ইঞ্জিনচালিত নৌকা এখন কলাগাছিয়া নৌ পুলিশ ক্যাম্পের হেফাজতে রয়েছে। উদ্ধার হওয়া প্রায় ৫০ হাজার লিটার তেলের আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। বন্দর থানায় দুই প্রধান সন্দেহভাজনসহ প্রায় ৫০ থেকে ৬০ জন অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন