রাজশাহীর মোহনপুরে আবারও সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এবার নিহত হয়েছেন এক কীটনাশক ব্যবসায়ী।
শনিবার (২ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় নিহত ২
নিহত কীটনাশক ব্যবসায়ীর নাম দুলাল হোসেন (৪৫)। তার বাড়ি উপজেলার খাঁড়ইল এলাকায়। তিনি মৌগাছী কলেজের অধ্যক্ষ সামসুজোহা বেলালের ছোট ভাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়ী দুলাল উপজেলার তেঁতুলতলা মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বেপরোয়া গতির এক মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরও পড়ুন: মানিকগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যু
বিজ্ঞাপন
এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আছের আলী বলেন, আজ সকালে আরেকটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। তাকে আহত অবস্থায় রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। পরে সেখানে তিনি মারা গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ৯টার দিকে মোহনপুরের সইপাড়া মেডিকেল মোড় এলাকায় সিএনজি ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দু’ব্যক্তি নিহত হন।
প্রতিনিধি/ এমইউ