মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ঢাকা

মানিকগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ 
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৪, ০৮:৪৮ পিএম

শেয়ার করুন:

loading/img

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের তরা ব্রিজ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মিথিলা দাশ (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


এই বিষয়টি নিশ্চিত করেছেন বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম।

নিহত মিথিলা মানিকগঞ্জের শিবালয় উপজেলার নালীক গ্রামের কাঠ মিস্ত্রি লিটন দাসের মেয়ে। এ দুর্ঘটনায় লিটন দাস ও তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন।

আহত লিটন দাস জানান, সাভারের বাসা থেকে মোটরসাইকেলযোগে স্ত্রী ও মেয়েকে নিয়ে মানিকগঞ্জের গ্রামের বাড়ি যাচ্ছিলাম। তরা ব্রিজ এলাকায় এলে একটি মালবাহী ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মিথিলার মৃতু হয়।

স্থানীয়রা লিটন দাস ও তার স্ত্রীকে উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তারা চিকিৎসাধীন রয়েছেন।


বিজ্ঞাপন


তিনি আরও জানান, মিথিলা সাভার ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

বরংগাইর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম বলেন, এ ঘটনায় ট্রকটি জব্দ করা হলেও চালক এবং তার সহযোগীরা পালিয়ে যান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর