খাগড়াছড়ির মাটিরাঙা সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় সহযোগীসহ রনি দাস (৩২) নামে এক ভারতীয় নাগরিকেক আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে ৪০ বিজিবির খেদাছড়া ব্যাটালিয়ন ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আফিক হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
এ সময় একজন বাংলাদেশি সহযোগীকে আটক করা হয়েছে বলে জানান তিনি। মেজর আফিক হাসান বলেন, গতকাল দুপুরের মাটিরাঙ্গা খেদাছড়া ব্যাটালিয়নের সীমান্ত পুরাতন ধর্ম রামবাড়ি এলাকায় বাংলাদেশ হতে ভারতে প্রত্যাবর্তনের সময় রনি দাসকে আটক করা হয়।
আটককৃত রনি দাস দক্ষিণ ত্রিপুরার বেলুনিয়ার ললিত দাসের ছেলে। এ সময় তার কাছ থেকে ভারতীয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পার্মানেন্ট একাউন্ট নম্বর কার্ড ও আধার কার্ডের ছবি পাওয়া যায়।
বিজিবি সূত্র জানায়, ভারতীয় নাগরিক রনি দাস অবৈধভাবে ভারতে প্রত্যাবর্তনের জন্য সীমান্ত এলাকায় অবস্থান করছিল। এসময় ভারতীয় নাগরিক রনি দাসের সহযোগী হিসেবে বাংলাদেশী নাগরিক মো. সাইফুল ইসলাম (২৪) তিনি বেলছড়ি ইউনিয়নের ছনখোলা পাড়ার বাসিন্দা। একটি মোটরসাইকেল, ০২টি মোবাইল এবং নগদ ৭,৮২০ টাকাসহ জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিকে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
৪০ বিজিবি কর্তৃক পরিচালিত এধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে মন্তব্য করে ৪০ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আফিক হাসান জানান, সীমান্তে দায়িত্বপূর্ণ এলাকায় যে কোনো ধরনের অবৈধ কাজসহ অনুপ্রবেশ রোধে বিজিবি সদস্যরা সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সদা প্রস্তুত থাকবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে