ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে হামলার ঘটনায় দায়ের করা বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আরও ৫ আওয়ামী লীগ নেতাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
এদের মধ্যে ৪ জনকে দাগনভূঞার সমাসপুর এলাকা থেকে এবং ১ জনকে ফুলগাজী থেকে শনিবার দিবাগত রাতে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতার ব্যক্তিরা হলেন- ফুলগাজী উপজেলার মধ্যম শ্রীচন্দ্রপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে আলমগীর খন্দকার (৫০), দাগনভূঞার সমাসপুর গ্রামের সোলেমান কোম্পানি বাড়ির মীর হোসেন সোহাগের ছেলে আমির হোসেন জাহেদ (২১), একই গ্রামের আবদুল মজিদ বাড়ির আবদুস ছাত্তারের ছেলে আব্দুল হানিফ (১৯), পাটোয়ারী বাড়ির সিরাজুল হকের ছেলে নুর নবী (৪০) ও গাজী পাটোয়ারী বাড়ির রহমত আলীর ছেলে আব্দুল রাজ্জাক (৫০)।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ফুলগাজী ও দাগনভূঞা থেকে আটক ৫ জনকে মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র জনতার বিক্ষোভে হামলার ঘটনায় দায়ের করা বিভিন্ন মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস