দিনাজপুরের বোচাগঞ্জে যৌথবাহিনীর অভিযানে একটি রিভলবার উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) সকালে যৌথবাহিনী এ অভিযান চালান।
বিজ্ঞাপন
থানা সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ১০টার সময় যৌথবাহিনীর টিম মারফত গোপন সংবাদের ভিত্তিতে জরুরি ডিউটিতে নিয়োজিত এসআই (নি.) স্বপন পাল সঙ্গীয় ফোর্স এবং সেনাবাহিনীর টহল টিমসহ সেতাবগঞ্জ বাজারের বাশহাটি এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করেন। এসময় পাবলিক টয়লেটের পাশে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি পুরাতন রিভলবার উদ্ধার করা হয়। উদ্ধার রিভলবারটি থানা হেফাজতে রাখা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ মো. হাসান জাহিদ সরকার অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হাসান জাহিদ সরকার বলেন, যৌথবাহিনীর অভিযানে সেতাবগঞ্জ বাজারের বাশহাটি এলাকায় পাবলিক টয়লেটের পাশে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি পুরাতন রিভলবার উদ্ধার করা হয়েছে। এখানে পুরাতন রিভলবারটি কীভাবে এসেছে এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস